
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগের দিনই জানিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা উচিত নয় ভারতের। অন্তত যতদিন না সন্ত্রাস কমছে। এবার সমালোচকদের একহাত নিলেন গৌতম গম্ভীর। নাম না করে বিঁধলেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ককে। যারা সুযোগ পেলেই তাঁর সমালোচনা করে। খেলোয়াড় জীবন থেকে মুম্বইয়ের দু'জন প্রাক্তন অধিনায়ক গম্ভীরকে টার্গেট করছে। এবার তার পাল্টা জবাব দিলেন। জানান, যারা কাঁচের ঘরে বাস করে, তাঁদের অন্যদের উদ্দেশে পাথর ছোড়া উচিত নয়। গম্ভীর বলেন, 'আমি আট মাস ধরে এই দায়িত্বে আছি। রেজাল্ট না পেলে, সমালোচনা হতেই পারে। লোকজনের কাজই সমালোচনা করা। এমন অনেকে আছে যারা ২৫ বছর ধরে কমেন্ট্রি বক্সে বসে আছে, যারা ভাবে ভারতীয় ক্রিকেট তাঁদের ব্যক্তিগত সম্পত্তি। দুর্ভাগ্যবশত, ভারতীয় ক্রিকেট কারোর নিজস্ব সম্পত্তি নয়। এটা ১৪০ কোটি ভারতীয়র।'
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পাওয়া আর্থিক পুরস্কার নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাসকর। এছাড়াও তাঁর কোচিং, রেকর্ড নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন তোলা হয়। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'কিছু লোকজন আমার কোচিং, রেকর্ড, কনকাশন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আর্থিক পুরস্কার নিয়ে প্রশ্ন তুলেছে। আমি কোথায় থাকা খরচ করেছি সেটা কাউকে জানানোর প্রয়োজন নেই। তবে দেশের জানা উচিত, এই প্লেয়াররা এনআরআই। যারা ভারতে টাকা উপার্জন করে বাইরে চলে যায়। আমি ১১.৫৫ তে বাইরে পালাই না ১৮০ দিনের জন্য। আমি ভারতীয়। কখনও কর বাঁচাতে আমি এনআরআই হব না।'
২০১১ সালে ইংল্যান্ডের হাতে ০-৪ এ হোয়াইটওয়াশ হয় ভারতীয় দল। সেই সফরে মাথায় চোট পেয়ে দেশে ফিরে এসেছিলেন গম্ভীর। সেই নিয়ে প্রশ্ন তোলেন ভারতের এক প্রাক্তন অধিনায়ক। যার যোগ্য জবাব দেন গৌতি। এদিকে রোহিত শর্মার সঙ্গে তাঁর মতবিরোধের কথা শোনা যাচ্ছে। এই প্রসঙ্গ উড়িয়ে দেন টিম ইন্ডিয়ার হেড কোচ। গম্ভীর বলেন, 'কারা এইসব কথা বলছে। এটা ক্রিকেট বিশেষজ্ঞ এবং যারা ইউ টিউব চ্যানেল চালায় তাঁদের ধারণা। দু'মাস আগে একজন কোচ এবং অধিনায়ক মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ভাবুন না জিতলে আপনারা কী প্রশ্ন করতেন। ভারতীয় ক্রিকেটের জন্য রোহিত যা করেছে, আমি সম্মান করি। রোহিত শর্মার জন্য আমার কাছে অফুরন্ত সময় রয়েছে। প্রথম থেকেই তাই ছিল, ভবিষ্যতেও সেটাই থাকবে।' আইপিএল শেষ হলেই সামনে কঠিন পরীক্ষা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল।
'অফ সাইড ফিল্ডার্স' নিয়মের গেরোয় মুম্বই, কী এই নিয়ম? কী শাস্তি পেলেন হার্দিকরা?
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল ভারত, সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার
মোহনবাগান জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার দীপেন্দু
আউট না হয়েও আউট পোড়েল! বাংলার ছেলে বলেই কি এই অবিচার? চলছে প্রবল চর্চা
একরাশ লজ্জা, আমিরশাহির কাছে টি২০ সিরিজ হেরে বসল বাংলাদেশ
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ